‘ভাদ্র মাসের সন্ধ্যা। আকাশে মেঘ আছে। লালচে রঙয়ের মেঘ। যে মেঘে বৃষ্টি হয় না, তবে দেখায় অপূর্ব। এই গাঢ় লাল, এই হালকা হলুদ, আবার চোখের নিমিষে লালের সঙ্গে খয়েরি মিশে সম্পূর্ণ অন্য রঙ। রঙের খেলা যিনি খেলছেন মনে হয় তিনি সিদ্ধান্তহীনতায় ভূগছেন।’
এভাবেই সূচনা ঘটেছে হুমায়ূন আহমেদের চার দশকের বর্ণময় লেখক জীবনের শেষ উপন্যাস ‘দেয়াল’ এর। ২০১১ সালের মাঝামাঝিতে ‘দেয়াল’ রচনা শুরু করেছিলেন তিনি। সে সময় উপন্যাসটির ৫টি পর্ব ধারাবাহিকভাবে ‘অন্যদিন’ এ প্রকাশিত হয়। এরপর বেশকিছুদিন বিরতির পর যুক্তরাষ্ট্রে তাঁর ক্যান্সার চিকিৎসা চলাকালে নতুন করে ‘দেয়াল’ রচনায় মনোনিবেশ করেন তিনি।
সূচনা অনুচ্ছেদে আকাশের রঙ বদলের খেলায় যে সিদ্ধান্তহীনতার কথা বলা হচ্ছে তা বিশেষ ইঙ্গিতবহ। যে সময়কে উপজীব্য করা হয়েছে ‘দেয়াল’ এ তা একটি সদ্য স্বাধীন জাতির ভাগ্যাকাশে চরম অনিশ্চয়তার কাল। উপন্যাসের কিছু চরিত্র বাস্তব থেকে নেওয়া, নাম-ধাম সবই বাস্তব। ঘটনা পরম্পরাও বাস্তবেরই অংশ। লেখক যেহেতু উপন্যাস লিখেছেন, তাই আছে কিছু কাল্পনিক চরিত্র। গল্প আবর্তিত হয়েছে এদের ঘিরেও।
নানা ঘটনার ঘনঘটায় ঢাকা পড়েনি জীবনসৌন্দর্য আর জীবন-সত্যের সন্ধান। ইতিহাসের সত্য আর লেখকের সৃজনী ভাবনা-দুইয়ে মিলে ‘দেয়াল’ পরিণত হয়েছে একটি হৃদয়গ্রাহী উপাখ্যানে।
বইটির ডাউনলোড লিঙ্কঃ http://bangla-pdf-books.blogspot.com/2015/11/download-bangla-ebook-deyal-by-humayun-ahmed.html
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন