প্রথম পাতা

ডাউনলোড করুন মুহম্মদ জাফর ইকবালের সায়েন্স ফিকশন ইকারাস


ডঃ মুহম্মদ জাফর ইকবালকে নিয়ে নিশ্চয়ই নতুন করে কিছু বলতে হবে না। তিনি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

বইটির কাহিনী সংক্ষেপঃ
ডঃ কাদের নামের একজন বৈজ্ঞানিক সমুদ্রের মাঝে ছোট্ট একটা দ্বীপে গোপনীয় একটি হাসপাতাল তৈরী করেছে। এখানে সে বিদেশী প্রতিষ্ঠানের অর্থায়নে মানুষের উপর নানা ধরণের গবেষণা করে। একদিন জহুর নামক এক ব্যাক্তি এখানে আসে চাকরীর ইন্টারভিউ দেওয়ার জন্য। ইন্টারভিউ দেওয়ার সময়ই সে বুঝে ফেলে এটা শুধুই একটি হাসপাতাল নয়, এখানে অন্য কোন ব্যাপার রয়েছে।

ঐদিন রাতেই পুলিশ হেলিকপ্টার নিয়ে আসে ডঃ কাদেরকে গ্রেপ্তার করার জন্য। কাদের পালিয়ে যাওয়ার সময় জহুর কাদেরকে আটক করে পুলিশকে সাহায্য করে। হাসপাতালে ঐ সময় অনেকগুলো মেয়ে ছিল যাদেরকে নিয়ে ডঃ কাদের গবেষণা করত। তাদের পেটে মানুষ ও বিভিন্ন প্রাণীর মিশ্রণে বিকৃত বাচ্চার জন্ম দেওয়া হত। মেয়েগুলোকে উদ্ধার করে যখন লঞ্চে করে শহরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন একটি মেয়ে গোপনে পানিতে ঝাপিয়ে পরে আত্মহত্যা করার জন্য! জহুর মেয়েটিকে উদ্ধার করে বাঁচিয়ে তোলে এবং জানতে পারে মেয়েটির পেটে একটি বিকৃত বাচ্চা রয়েছে যাকে সে জন্ম দিতে চায় না।

বাচ্চাটিকে জন্ম দেওয়ার পরই মেয়েটি মারা যায়। বাচ্চাটি ছিল মানুষ ও পাখির মিশ্রণ। তার পিঠে ছিল পাখির মত দুইটি পাখা। শহরের একজন ভয়ঙ্কর ডাক্তারের দৃষ্টি এড়িয়ে বহু কষ্টে জহুর ছেলেটিকে তাঁর গ্রামের বাড়ীতে নিয়ে বড় করতে থাকে। নাম রাখে বুলবুল। দশ বছর বয়সে ছেলেটি প্রথম আকাশে উড়ে! তখনই বাঁধে বিপত্তি। কোনভাবেই যখন মানুষের দৃষ্টি এড়িয়ে ছেলেটিকে বাঁচিয়ে রাখা সম্ভব হচ্ছিল না তখন একদিন জহুর ছেলেটিকে নিয়ে চলে যায় সুন্দরবনের গহীন অরণ্যে।

সুন্দরবনেই তারা বসবাস করতে থাকে। কিছুদিন পর জহুর মারা যায়। একাকী বাস করতে থাকে বুলবুল। পাখিদের সাথে আকাশে ওড়ে, নদীর মাছ পুড়িয়ে খায়।

বুলবুলের একাকী একঘেয়ে জীবনে হঠাত করেই কিছুটা বৈচিত্র চলে আসে। ঢাকা থেকে একজন পাখি গবেষক সুন্দরবনে তাঁর দলবল নিয়ে আসেন গবেষণার কাজে। সাথে নিয়ে আসেন তাঁর চৌদ্দ বছরের কিশোরী মেয়েটিকে।

বাকিটা পড়তে হলে আপনাদের বইটি ডাউনলোড করতে হবে। এখনই সব বলে দিলে আর বই পড়ার মজা থাকবে না!
বইটি ডাউনলোড করতে ভিজিট করুনঃ BanglaPDF Books.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন