সুরমা নদীর তীরে গড়ে ওঠা পূণ্যভূমি সিলেট
বাংলাদেশের অন্যতম একটি সুন্দর নগরী। সিলেট বিভাগ বাংলাদেশের উত্তর-পূর্ব সীমানায়
অবস্থিত। এটি ভারতের মেঘালয়, আসাম ও ত্রিপুরা এই তিন রাজ্য দ্বারা বেষ্টিত। আয়তনঃ
এই বিভাগে রয়েছে চারটি জেলা। এগুলো হল- সিলেট,
মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ এবং এই জেলাগুলোতে রয়েছে মোট ৩৬টি উপজেলা।
ঐতিহাসিকদের মতে, প্রাচীনকালে সিলেট বাণিজ্যের
কেন্দ্র ছিল। প্রাচীন হরিকেল রাজ্যই হল বর্তমানের আধুনিক সিলেট।
বিখ্যাত মুসলিম দরবেশ হযরত শাহজালাল (রহঃ) মক্কা
থেকে দিল্লী হয়ে সিলেটে এসেছিলেন ১৩০৩ খ্রিষ্টাব্দে। তাঁর সফরসঙ্গী হয়ে এসেছিলেন
আরোও ৩৬০ জন আউলিয়া। তখন থেকে সিলেট ৩৬০ আউলিয়ার পূণ্যভূমি হিসেবে পরিচিত হয়।
১৯৪৭ সালে ভারত ভাগ হওয়ার সময় সিলেট আসাম
রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে পূর্ব পাকিস্তানের অংশে পরিণত হয়।
স্বাধীন বাংলাদেশে
১৯৯৫ সালে সিলেটকে ৬ষ্ঠ বিভাগ হিসেবে ঘোষণা করা হয়। সিলেট চায়ের দেশ হিসেবে
পরিচিত। এখানে ১৫০টিরও বেশী চা বাগান রয়েছে। এর মধ্যে আছে বিশ্বের সবচেয়ে বড় ৩টি
টি প্ল্যান্টেশন।
টিলাগড় ইকো পার্ক
টিলাগড় ইকো পার্ক
সিলেট বিভাগের
উল্লেখযোগ্য পর্যটন এলাকাগুলো হল-
সিলেটঃ জাফলং, চা
বাগান, বিছনাকান্দি পাথর কেয়ারি, রাতারগুল জলা বন, টিলাগড় ইকো পার্ক।
মৌলভীবাজারঃ
মাধবকুন্ড, মাধবপুর লেক, লাউয়াছড়া জাতীয় উদ্যান, চা বাগান, শ্রীমঙ্গল চিড়িয়াখানা।
সুনামগঞ্জঃ হাসন
রাজা জাদুঘর, হাওড়, ছাতক সিমেন্ট ফ্যাক্টরী।
হবিগঞ্জঃ হাওড়,
এশিয়ার সবচেয়ে বড় গ্রাম বানিয়াচং।
বাংলাদেশ সম্পর্কে আরও জানতে ভিজিট করুনঃ বাংলাদেশ পরিচিতি।
বাংলাদেশ সম্পর্কে আরও জানতে ভিজিট করুনঃ বাংলাদেশ পরিচিতি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন