আমরা বাংলাদেশীরা যারা ইন্টারনেট ব্যবহার করি তাদের অধিকাংশই যতটুকু সময় নেটে থাকি তার বেশীরভাগ সময়ই ফেসবুকে কাটাই। দেশের সমসাময়িক সকল বিষয় নিয়েই এখানে আলোচনা-সমালোচনা হয়। বিজয়ের মাস নিয়ে প্রায় সবাই ফেসবুকে লেখালেখি করছেন, প্রোফাইলে বাংলাদেশের জাতীয় পতাকার ফটো আপলোড করছেন। অনেকে আবার ১৬ই ডিসেম্বরের দিন সর্বাধিক সংখ্যক জাতীয় পতাকার ফটো আপলোড করে বিশ্বরেকর্ড গড়তে চাইছেন। কিন্তু কোন কোন লোক এসব কাজকে একদিনের দেশপ্রেম বলে নানা ধরণের বিদ্রুপাত্মক মন্তব্য করছেন! এসব মন্তব্য দেখে আমি ভীষণ আশ্চর্য হই। এগুলো একদিনের বা এক মাসের দেশপ্রেম হতে যাবে কেন!? আমরা বাংলাদেশী। দেশের জন্য প্রচন্ড ভালোবাসা আমরা প্রতিনিয়ত বুকে ধারণ করি। হ্যাঁ, সবসময় এই ভালোবাসার প্রকাশ হয়ত ঘটে না। কিছু কিছু বিষেশ ঐতিহাসিক দিনে আমরা আমাদের গৌরবোজ্জ্বল অতীতে ফিরে যাই। স্মরণ করি ইতিহাসের সেইসব নায়কদের। যাদের জন্য আমরা আজ একটি স্বাধীন ভূ-খন্ড পেয়েছি।
বিজয়ের মাসে সেইসব বীর মুক্তিযোদ্ধা ও বিরাঙ্গনাদের আবারো স্মরণ করি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায়।
এগিয়ে চলো বাংলাদেশ।
বিজয়ের মাসে সেইসব বীর মুক্তিযোদ্ধা ও বিরাঙ্গনাদের আবারো স্মরণ করি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায়।
এগিয়ে চলো বাংলাদেশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন