প্রথম পাতা

বাংলাদেশ পরিচিতি

বাংলাদেশ   দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি ছোট্ট দেশ। আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার। ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ারদী উদ্যান) তার ঐতিহাসিক ভাষণে বাংলাদেশের স্বাধীনতার ইঙ্গিত দেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
এরপর ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে যখন পাকিস্থানী সেনাবাহিনী ঢাকার ঘুমন্ত মানুষের উপর নির্বিচার হামলা শুরু করে এবং শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে তার আগমুহূর্তে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। পরের দিন ২৬শে মার্চ তার এই ঘোষণাটি তার পক্ষে জিয়াউর রহমান চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে পাঠ করেন। ৯মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর দেশটি পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা ১১টি সেক্টরে বিভক্ত ছিলো। সেক্টর কমান্ডারদের সর্বাধিনায়ক ছিলেন কর্নেল ওসমান গণি
কর্নেল ওসমান গণি
 আগামী ১৬ই ডিসেম্বর ২০১৪ইং দেশটির বিজয়ের ৪৩বছর পূর্ণ হবে।

1 টি মন্তব্য: